ঈদ যত ঘনিয়ে আসছে ততই রাঙামাটির বিপণি বিতানগুলোর প্রসাধনী পণ্যের দোকানগুলোতে বেড়ে চলছে ক্রেতাদের ভিড়। রূপচর্চার প্রধান অনুষঙ্গ প্রসাধনী পণ্যের বিপুল সমাহার থেকে পছন্দের প্রয়োজনীয় পণ্য কিনতে নারী ও শিশুদের উচ্ছ্বাসই দেখা গেছে বেশি। গুণগত মান ভালো আর দাম কম হওয়ায় বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের। চলতি মৌসুমে প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার পণ্য বেচাবিক্রির আশা বিক্রেতাদের।