কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান মেটার
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। একই সঙ্গে নতুন আইনের আওতায় ৫ লাখ ৪৪ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করার তথ্যও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।