অনেক জেনারেল আল্লাহকে না, প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছেন: আযমী
অনেক জেনারেল আল্লাহকে প্রভু না মেনে প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছেন বলে মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহ আল আমান আযমী। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদী আমলের মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনার তথ্যচিত্র প্রদর্শন ও সেমিনারে এ মন্তব্য করেন তিনি।