গাজা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনায় ইসরাইল
হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনার অগ্রগতি হওয়ায় গাজা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে ইসরাইল। তেল আবিবে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি ৯০ শতাংশ নিশ্চিত। আলোচনার জন্য কাতারে প্রতিনিধিও পাঠাচ্ছে তেল আবিব। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ছয় হাজার ৭০০ কোটি ডলার। যদিও এরমধ্যেই ইসরাইলি আগ্রাসনে একটি শরণার্থী শিবিরে প্রাণ গেছে আট জনের। মানবেতর পরিস্থিতিতে কোনোরকম সেবা দিয়ে যাচ্ছে গাজার হাসপাতালগুলো।