সরকার সাত দিনের সময় দিয়েছে—আমরা এ রকম কোনো প্রস্তাব পাই নাই যে আমাদের এ রকম–এ রকম করতে হবে। এগুলো সব পত্রিকান্তরে প্রকাশিত খবর। আনুষ্ঠানিকভাবে আমরা কোনো প্রস্তাব পাইনি।