প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরির পথে ওপেনএআই
নরওয়েতে নিজেদের প্রথম ইউরোপীয় ডেটা সেন্টার তৈরি করতে যাচ্ছে ওপেনএআই। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) ওপেন এআই জানিয়েছে এটি ইউরোপে প্রজেক্ট স্টারগেটের প্রথম ধাপ। এতে অংশীদার হিসেবে থাকছে ডেভেলপার এনস্কেল গ্লোবাল হোল্ডিংস ও বিনিয়োগ গোষ্ঠী আকের এএসএ। এ অংশীদারিত্বের মাধ্যমে আগামী বছর নরওয়েতে ১ বিলিয়ন ডলারের একটি ডেটা সেন্টার চালু হবে।