চাঁদপুর পৌর কর দ্বিগুণ বৃদ্ধি, নাগরিকদের ক্ষোভ
চলতি অর্থ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে চাঁদপুর পৌরসভার আয়কর। কর বৃদ্ধিতে বিপাকে পড়েছে পৌরবাসী। তাদের দাবি, বিনা নোটিশে পৌর কর বাড়ানো হলেও নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি খুব একটা। আর পৌর কর্তৃপক্ষের দাবি, আইন মেনে ন্যায্যভাবেই নির্ধারণ করা হয়েছে পৌর কর।