লেবাননে পেজার আর ওয়াকিটকি বিস্ফোরণে ৩৭ জনের মৃত্যুর পর এবার দেশটির দক্ষিণাঞ্চলে পুরোদমে বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। গাজায় যুদ্ধ শুরুর পর এই প্রথম এতো বড় পরিসরে লেবাননে হামলা চালালো তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে সব সীমা অতিক্রম করেছে ইসরাইল। এদিকে বারবার ইসরাইল-লেবানন যুদ্ধবিরতির আহ্বান আসছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে।