তিনদিনের ব্যবধানে খাতুনগঞ্জে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১২-১৫ টাকা
তিন দিনের ব্যবধানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে বেড়েছে সব ধরনের পেঁয়াজের দাম। ১২ থেকে ১৫ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯২ থেকে ৯৫ টাকায়। আড়তদাররা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম শেষ হয়ে আসায় সরবরাহ কমায় পেঁয়াজের বাজার চড়া। সেই সাথে প্রতিবেশি দেশ ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়তি, সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত শুল্ক। তাই আমদানি কম হওয়ায় দাম বাড়ছে। সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা তাদের। তবে চাহিদা কমায় কমেছে রসুন ও আদার দাম।