হবিগঞ্জের বানিয়াচংয়ে সাত কোটি ১২ লাখ টাকা ব্যয়ে খনন করা হয়েছিল ঐতিহাসিক 'গড়ের খাল'। কিন্তু দেড় বছর না যেতেই খালের অস্তিত্বই প্রায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের অভিযোগ, ৩১ কিলোমিটারের খালের অর্ধেক খনন করেই শেষ দেখানো হয়েছে প্রকল্প। বাকি অর্থ করা হয়েছে লুট।