উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাখালী এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি ৪ দিন পর এলাকাটিতে বর্জ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। এদিকে, হামলার ঘটনা তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে ডিএনসিসি। মহাখালী এলাকা থেকে বর্জ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার পাশাপাশি নতুন করে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের দরপত্র আহ্বান চলছে বলে জানিয়েছে ডিএনসিসি।