হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় ব্যবসায়ী মহসিন মিয়া নিহতের ঘটনায় সন্দেহভাজন ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় এক পুলিশ সদস্যসহ চার ডাকাত আহত হয়েছে। তাদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তিন ডাকাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নেওয়া হলেও একজনের অবস্থা গুরুতর হওয়ায় ভর্তি করা হয়েছে। পুলিশ পাহাড়ায় তার চিকিৎসা চলছে।