কুষ্টিয়ায় কোভিড টেস্টের যন্ত্রাংশ চুরি, রোগীদের রাখা হচ্ছে জেনারেল ওয়ার্ডে
কুষ্টিয়ায় নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কোভিডের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক রোগী। এর মধ্যেই জেলার পিসিআর ল্যাবে যন্ত্রাংশ চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। এছাড়া করোনার বিশেষায়িত ইউনিট ও পরীক্ষা বন্ধ থাকায় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের রাখা হয়েছে জেনারেল ওয়ার্ডে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম হাতে পেলেই চালু হবে কোভিড পরীক্ষা।