জলবায়ু পরিবর্তনে ম্লান হয়েছে মাঘের চিরচেনা সৌন্দর্য
প্রকৃতির বিশ্রাম আর বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে মাঘ মাস। কুয়াশা, শিশির, এবং কৃষকের সোনালি রোদে মাঠে নামার দৃশ্য এ মাসে সজীবতা ছড়ায়। খেজুরের রস সংগ্রহ ও পিঠা-পায়েসের ঐতিহ্য মাঘের চিরচেনা অনুষঙ্গ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে এর রূপ ক্রমশ ম্লান হয়ে আসছে। শহরে দূষণ আর নাগরিক ব্যস্ততায় মাঘের নৈসর্গিক সৌন্দর্য হারাচ্ছে প্রতিদিন। দূষণের ছোবল থেকে ঋতুকে বাঁচাতে পরিবেশের প্রতি ভালোবাসা এবং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।