পিউ-রিসার্চ-সেন্টার

ঊর্ধ্বমুখী মুসলিম জনসংখ্যা নিয়ে নতুন করে আলোচনায় ভারত

ঊর্ধ্বমুখী মুসলিম জনসংখ্যা নিয়ে নতুন করে আলোচনায় ভারত। ২০৫০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশের তালিকায় শীর্ষে উঠে আসবে দেশটি। শুধু তাই নয়, ২০১০ সালের তুলনায় ২০৫০ সালে ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের হার কমবে ২.৮ শতাংশ এবং ইসলাম ধর্মাবলম্বীর হার বাড়বে ৪ শতাংশ। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত এই প্রতিবেদনটির তথ্য নতুন করে ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম ও ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে।