উজানের ঢলে প্রতি বছরই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নেত্রকোণার কলমাকান্দার নিম্নাঞ্চলের বাসিন্দারা। বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় নদীর তীরবর্তী এলাকা। ২০২২ সালে বন্যাসহ গত তিন বছরে পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে অন্তত শত কোটি টাকার। স্থানীয়দের দাবি, নদীর এ খালে পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে দুর্যোগ। তবে, সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা।