পার্কিং-ইজারা

যত্রতত্র পার্কিংয়ে সরু হচ্ছে সড়ক, বাড়ছে ভোগান্তি ও যানজট

রাজধানীর বিভিন্ন অফিস পাড়া, শপিং মল কিংবা বাসা-বাড়িতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় সড়কেই রাখা হচ্ছে গাড়ি। চারলেনের রাস্তার ২ লেনই পার্কিংয়ে সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে বাড়তি চাপ, ফলে জনভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রাখে। গণ পরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনার প্রতি নিরুৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের।