চট্টগ্রামে ই-পারিবারিক আদালত চালু; বাড়িতে বসেই মিলবে যেসব সেবা
বাড়িতে বসেই ২৪ ঘণ্টা করা যাবে পারিবারিক মামলা। সাক্ষী আইনজীবীদেরও আসতে হবে না বিচারকের সামনে। এমন নানা সুবিধা নিয়ে চট্টগ্রামে চালু হলো ই-পারিবারিক আদালত। তবে ডিজিটাল এ কার্যক্রমকে জনপ্রিয় করতে হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই বলছেন আইনজীবীরা।