আন্ধারমানিক ঘাটে নাব্যতা সংকট ও ডুবোচর, আটকা পড়ছে পণ্যবাহী জাহাজ
পদ্মা নদীতে নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে প্রতিদিনই পণ্যবাহী কোস্টার জাহাজ আটকা পড়ছে মানিকগঞ্জের আন্ধারমানিক ঘাটে। বিপাকে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের।