দাবি, আন্দোলন আর সংঘাত সমাধানে আলোচনা ছাড়া পথ দেখছেন না বিশেষজ্ঞরা
তৃতীয়পক্ষের ইন্ধন খতিয়ে দেখার পরামর্শ
দাবি, আন্দোলন আর সংঘাত অন্তর্বর্তী সরকারের নিত্যসঙ্গী। পান থেকে চুন খসার মতন ঘটনাতেও রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে পেশাজীবী, সামাজিক, রাজনৈতিক সংগঠন কিংবা শিক্ষার্থীরা। এমন আন্দোলনকে গেল ১৫ বছরের চাপা ক্ষোভ বলছেন ছাত্র-জনতার আন্দোলনের নেতারা। আলোচনায় না বসে রাজপথ দখলে সমাধান আসবে না বলে মত সমাজবিজ্ঞানীদের। আর আন্দোলনে তৃতীয়পক্ষের ইন্ধন রয়েছে কি-না তা খতিয়ে দেখার পরামর্শ অপরাধবিজ্ঞানীদের।