পাতাল-রেল

পাতাল রেল প্রকল্প: '২৬ এ শেষের কথা থাকলে ঠেকবে ২০৩০ সালে

পরিষেবা লাইন স্থাপনে চরম দুর্ভোগে মানুষ

ঢাকার প্রথম পাতাল রেলের স্টেশন নির্মাণের আগে পরিষেবা লাইন প্রতিস্থাপন করতে গিয়ে প্রগতি স্মরণির নদ্দা, বসুন্ধরা গেইট, কুড়িল এলাকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ উঠেছে চরমে। প্রকল্প পরিচালক বলছেন, শিগগিরই ভোগান্তি শেষ করতে স্টেশন নির্মাণের সময় বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে। ২০২৬ সালে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও যাত্রী সেবা দেয়া যাবে ২০৩০ সাল নাগাদ। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ঘনবসতি শহরের জন্য বেশি কার্যকর হতে পারে মনোরেলের মতো হালকা গণপরিবহন।