পাঠ্যবই সংশোধনীর পরও বহু ভুল রয়ে গেছে
শিক্ষাবছরের ৫ম মাসে এসে মাধ্যমিকের ৪টি শ্রেণির ৩১টি বইয়ে প্রায় ১৫০ সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। কিন্তু ৪ মাসেও অনেক ভুল এড়িয়ে গেছেন সংশোধনকারীরা। এনসিটিবি বলছে, চোখ এড়িয়ে যাওয়া ভুলের সংশোধনী আবারও দেয়া হবে।