পাট চুরির অভিযোগের জেড়ে হামলা-ভাঙচুর; একই পরিবারের ৫ সদস্য আহত
ফরিদপুরে পাট চুরির অভিযোগকে কেন্দ্র করে চুরি হওয়া বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে ওই পরিবারের পাঁচ সদস্যসহ উভয়পক্ষের ১০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় এক জামায়াত নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।