বাজারে পাওয়া যাচ্ছে অপরিপক্ক পাকা আম
ফলের দোকান, রাস্তার পাশ কিংবা অলিগলির ভ্যানে দেখা মিলছে সুস্বাদু ফল আম। মৌসুম শুরুর একমাস আগে থেকেই চট্টগ্রামের বাজারে মিলছে এ ফল। ফলে ক্রেতা বিক্রেতা সবার মনেই প্রশ্ন উঠেছে এর পরিপক্কতা নিয়ে। স্বাদ এবং ঘ্রাণহীন অপরিপক্ক এ আমের স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে।