সিংগাইরে পলিশেড হাউজে চারা উৎপাদনে সাফল্য পেয়েছেন তরুণ উদ্যোক্তা
মানিকগঞ্জের সিংগাইরে পলিশেড হাউজে প্লাস্টিক ট্রেতে চারা উৎপাদন করে সাফল্যের মুখ দেখেছেন এক তরুণ। করোনাকালে ইউটিউব দেখে পলিশেড হাউজে চারা উৎপাদন শেখেন তিনি। বর্তমানে এক বিঘা জমির তিন শেডে উৎপাদন করছেন প্রায় ১১ লাখ চারা। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের।