প্রকৃতির রূপ দেখতে রাঙামাটিতে পর্যটকদের ভিড়
পার্বত্য জেলা রাঙামাটির দর্শনীয় স্থানগুলো পর্যটককে মুখর হয়ে উঠেছে। পর্যটকদের ঘিরে রাঙামাটি শহর, সাজেক ও কাপ্তাই এই তিন পর্যটনকেন্দ্রে বেড়েছে ব্যবসায়ীদের ব্যস্ততা। আবাসিক হোটেল রিসোর্টে এরই মধ্যে ৮০ থেকে শতভাগ পর্যন্ত বুকিং হয়েছে। সব মিলিয়ে দৈনিক প্রায় দেড় কোটি টাকার ব্যবসা হয়ে থাকে বলছেন খাত সংশ্লিষ্টরা।