এবারের বাজেটেও বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ!
বাজেটে তুলনামূলক বাড়ছে না পরিবেশ খাতের বরাদ্দ। তথ্য অনুযায়ী, মোট বাজেটের আকার যে হারে বাড়ছে, পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট বাড়ছে না সে তুলনায় একটুও। অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধে বরাদ্দ না বাড়ালে স্মার্ট বাংলাদেশ অর্জন সম্ভব নয়।