খালের বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে কুমিল্লার ফসলি জমি ও মাছের প্রজনন
কুমিল্লায় নগরীর খালের বিষাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও মাছের প্রজনন। কৃষকদের দাবি ইপিজেডের রাসায়নিক বর্জ্য এই পানি নষ্ট করছে। এদিকে ইপিজেড কর্তৃপক্ষের দাবি বর্জ্য পরিশোধনের মাধ্যমে পানি খালে ছাড়া হয়। তবে পরিবেশ কর্মীদের মতে খালের পানির উৎস মুখে পরিশোধন না হলে মানুষের জীবন জীবিকা ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।