উত্তরের পাখির গল্প: হাজারও চড়ুইয়ের মিলনমেলায় মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
দেশিয় পাখি যখন বিলুপ্তির পথে তখন হাজারও চড়ুইয়ের মিলনমেলা চোখে পড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে। সন্ধ্যার আকাশে তাদের বেপরোয়া ছোটাছুটি আর কলরবে মুখরিত হয়ে ওঠে শহরের পথ প্রান্তর। বেলা ডোবার আগে ঝাঁকে ঝাঁকে আসে চড়ুই। এমন দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের।