পথ কুকুর
বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুর বন্ধ্যাত্বকরণে কেন ধীর গতি?

বৈজ্ঞানিক পদ্ধতিতে কুকুর বন্ধ্যাত্বকরণে কেন ধীর গতি?

তিলোত্তমা ঢাকায় আর তিল ধারণের জায়গা নেই। জনসংখ্যা বাড়তে বাড়তে শহরের অবস্থা এখন এমনই। সারাদেশ থেকে আসা শ্রমজীবী, পেশাজীবীরা ঢাকায় এসে থিতু হচ্ছেন। এতেই বাড়ছে শহরের জনঘনত্ব। কিন্তু বাড়ছেনা এক ইঞ্চিও জায়গা। এই শহর শুধু মানুষেরই আবাস নয়, এখানের অলিগলিতে বাস করছে পথ কুকুরেরাও। দিন দিন বাড়ছে এইসব মালিকহীন কুকুরের সংখ্যাও। বন্ধ্যাত্বকরণ ও টিকা কার্যক্রম ধীরগতিতে হওয়ায় সংখ্যা বাড়ছে ক্রমশ, এমনটাই দাবি অনেকের। যদিও ঢাকার দুই সিটি করপোরেশনের রয়েছে নানা উদ্যোগ।