পঞ্চগড়-এক্সপ্রেস  

কমলাপুর থেকে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

কমলাপুর রেল স্টেশন থেকে আজ (রোববার, ২৭ অক্টোবর) সকাল থেকেই নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীদের ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে না।

শিডিউল বিপর্যয়ে ট্রেন না পেয়ে বিকল্প পথ খুঁজছেন অনেকেই

শিডিউল বিপর্যয়ের মুখে চরম দুর্ভোগে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুরে আসা ট্রেনের যাত্রীরা। কখন ছাড়বে ট্রেন এই প্রশ্নের উত্তর না পেয়ে অনেকেই বিকল্প পথ খুঁজছেন গন্তব্যে যাওয়ার। কর্তৃপক্ষ বলছে সিগন্যাল সিস্টেম সারানোর কাজ চলছে। আগামীকালের (রোববার, ২৬ অক্টোবর) মধ্যে ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার, ১২ ঘণ্টা পর লাইন স্বাভাবিক

চার সদস্যের তদন্ত কমিটি গঠন

কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা পশ্চিমাঞ্চলগামী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করে‌ দীর্ঘ ১২ ঘণ্টা পর লাইন ঠিক করা হয়েছে। সময়মতো ট্রেন না ছেড়ে যাওয়ায় স্টেশনে অপেক্ষমান যাত্রীরা পড়েছেন শিডিউল বিপর্যয়ে। ভোগান্তি নিরসনে স্বয়ংক্রিয় পদ্ধতির পরিবর্তে সনাতন পদ্ধতিতে চলছে ট্রেন। স্টেশন কর্তৃপক্ষের প্রত্যাশা রাতের মধ্যেই কেটে যাবে শিডিউল বিপর্যয়। আগামীকাল সকাল থেকেই শিডিউল মেনে চলবে রেল। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।