ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপ সমাপ্তের পর এখন চলছে ফলাফলের ক্ষণগণনা। এবারের নির্বাচনের প্রকাশিত বুথফেরত জরিপে এগিয়ে আছে মোদি সরকার। কিন্তু এই জরিপের পূর্বাভাস সবসময় সঠিক হয় না। চলুন দেখে আসি, গেলো দুই মেয়াদের নির্বাচনে বুথ ফেরত জরিপে কি উঠে এসেছিল।