রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পা দিলো সহস্রতম দিনে
রাশিয়ার বিরুদ্ধে এক হাজার দিনের যুদ্ধে ইউক্রেনকে ১৮ হাজার ৩০০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও জেলেনস্কির যুদ্ধজয় কিংবা ন্যাটো সদস্যপদ লাভের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হওয়ার পথে। এরইমধ্যে গ্রিসের সমান এলাকা হারিয়েছে ইউক্রেন। রাশিয়ার পক্ষে উত্তর কোরীয়রা মাঠে থাকলেও একাই লড়তে হচ্ছে কিয়েভ সেনাদের। জনগণের ভাঙ্গতে থাকা মনোবলের পাশাপাশি ট্রাম্পের প্রত্যাবর্তনও ভাবাচ্ছে জেলনস্কি প্রশাসনকে।