বর্ষা এলেই শরীয়তপুরে বাড়ে নৌকার চাহিদা
পদ্মা-মেঘনাসহ ছোট বড় অসংখ্য নদী আর খাল-বিল থাকায় বর্ষা এলেই শরীয়তপুরে বাড়ে নৌকার চাহিদা। যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কারিগরদের ব্যস্ততা। এবার জেলার ৬ উপজেলার অন্তত ১৫টি হাটে নৌকা বিক্রি হচ্ছে। তবে, কাঠসহ বিভিন্ন উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় নৌকার দামও বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।