কক্সবাজারে 'স্বপ্নতরী'তে সৌন্দর্য উপভোগের সুযোগ পর্যটকদের
কক্সবাজারে নৌ-পর্যটনের বিকাশে যাত্রা শুরু হয়েছে বিলাসবহুল কাঠের নৌকা 'স্বপ্নতরী'র। প্রায় দেড়শ' যাত্রীধারণ ক্ষমতার এ নৌযান ঘিরে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। উদ্যোক্তারা বলছেন, জনপ্রতি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায় পর্যটকরা সুযোগ পাবেন সৌন্দর্য উপভোগের।