ধরা পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে এবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা উত্তর কোরিয়ার সেনারা। সম্প্রতি উদ্ধার পাওয়া কিছু নোটবুক ও সুইসাইড নোটের ভিত্তিতে এমন দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় সেনারা বলছেন, ভ্রান্ত দেশপ্রেম ও নৃশংস যুদ্ধনীতিতে উদ্বুদ্ধ তরুণ সেনাদের ‘ব্রেইনওয়াশ’ করে রণক্ষেত্রে পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার কিম জং উন।