শেরপুরের শ্রীবরদির কলা হাটে প্রতিমাসে নয় কোটি টাকার লেনদেন হয়। বেচাকেনা চলে সকাল থেকে রাত অব্দি। হাটে ওঠা বিভিন্ন জাতের কলা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।