ব্রাহ্মণবাড়িয়ার বিসিকে গ্যাস-বিদ্যুৎ সংকটে কারখানায় উৎপাদন কমেছে
গ্যাসের চাপ কমে যাওয়া ও লোডশেডিংয়ের ফলে স্বাভাবিকের চেয়ে অন্তত ২০ শতাংশ পণ্য উৎপাদন কমেছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরীর কারখানাগুলোতে। পাশাপাশি পর্যাপ্ত চাহিদা ও সহজ যোগাযোগের পরেও জায়গা স্বল্পতায় সম্প্রসারণ করা যাচ্ছে না শিল্পনগরী। এছাড়া বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও আনা যাচ্ছে না এখানে।