নির্বাচন পদ্ধতি

নির্বাচন পদ্ধতি নিয়ে দলগুলোর ভিন্নমত: নির্বিঘ্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা
গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ
আগামী ফেব্রুয়ারিতে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন করা নিয়ে শঙ্কা রয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়ে দলগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় সংকট আরও জটিল হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আগে পরস্পরকে ছাড় দিয়ে পুরোপুরি ঐকমত্যে আসতে হবে। এরপর গণভোটে পাশ হলে যথাযথ আইনি ভিত্তি পাবে জুলাই সনদ।

সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি, গণমানুষের মতামত কোথায়?
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চায় সবাই, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে একমত নয় পক্ষগুলো। বৈষম্যবিরোধীদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে একদল চায় এখনই সংস্কার, আরেক দল চায় সংবিধান মেনে নির্বাচিত সংসদ করবে সংস্কার। যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিক দলগুলোর এ অবস্থান দলের স্বার্থে না জাতীয় স্বার্থে সে বিতর্কও উঠেছে।