প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচন ও আগামীর কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এর আগে, মূল সম্মেলনের সাইড লাইনে দশটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গেও বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।