রুশ হামলায় ইউক্রেনে নিহত ১৩, হামলার মাঝেই বন্দিবিনিময়
বন্দিবিনিময়ের মধ্যে রুশ বাহিনী হামলার মাত্রা বাড়ানোয় শুক্রবার থেকে আজ (রোববার, ২৫ মে) রাত পর্যন্ত ১৩ ইউক্রেনীয়র প্রাণ গেছে, আহত হয়েছেন আরো অনেকে। বর্তমানে কিয়েভকে লক্ষ্যবস্তু করে মস্কো হামলা জোরদার করেছে বলে অভিযোগ ইউক্রেনের বিমান বাহিনীর। হামলা আতঙ্কে মাটির নিচে থাকা রেল স্টেশনে নির্ঘুম রাত পাড় করছেন হাজার হাজার ইউক্রেনীয়। এমন পরিস্থিতির মধ্যেই দুই দিনে প্রায় ৭০০ বন্দিবিনিময় শেষ হয়েছে। রোববার তৃতীয় দিনে বন্দিবিনিময়ের সংখ্যা এক হাজারে পৌঁছাবে বলে প্রত্যাশা ইউক্রেনের।