যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া
যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশলের বেশিরভাগই নিজেদের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবি করে স্বাগত জানিয়েছে রাশিয়া। তবে শুক্রবার প্রকাশিত ট্রাম্প প্রশাসনের নতুন মার্কিন কৌশলকে স্বাভাবিক হিসেবে নিতে নারাজ ইউরোপ। এরমধ্যেই কৌশলটির ভাষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইইউর বিভিন্ন কর্মকর্তা। যা ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা অবস্থান দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।