‘অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়ে যথাযথ দায়িত্ব পালন না করলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে’
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করলে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। সেইসাথে নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে জনগণের চাহিদা পূরণ হবে না বলেও উল্লেখ করেন তিনি। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কোন কটূক্তি না করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।