এখনও মজুরি বৈষম্যে নারীরা, নিরাপদ কর্মপরিবেশ নিয়ে কাটেনি দুশ্চিন্তা
দেশের জিডিপির ২১ শতাংশের যোগান দিচ্ছেন নারীরা। শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকে নারী শ্রমিকের আধিপত্য শুরু থেকেই আছে। দশকের পর দশক শ্রম দিয়ে উত্তীর্ণ হয়েছেন নিম্নতম গ্রেড থেকে শীর্ষে। যদিও বৈষম্য কমেনি, নিরাপদ কর্মপরিবেশ নিয়েও কমেনি নারীর দুশ্চিন্তা। তাই গেল কয়েক বছর ধরে কমছে নারী শ্রমিকের অংশগ্রহণ।