পোশাক শিল্পে অরাজকতা তৈরির চেষ্টা চলছে: গার্মেন্টস মালিকপক্ষ
হঠাৎ শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিল্পনগরী গাজীপুর। সম্প্রতি কর্মবিরতি, মহাসড়ক অবরোধ ও বিক্ষোভসহ কারখানায় হামলার ঘটনা ঘটে। এতে হুমকির মুখে পড়ে দেশের পোশাকখাত। প্রশ্ন হচ্ছে- শ্রমিকদের পক্ষে করা দাবিগুলো কতটা যৌক্তিক? নাকি শ্রমিকদের আড়ালে কোনো চক্র অস্থিতিশীল করে তুলতে চায় পোশাকখাতকে। বিব্রত করতে চায় অন্তর্বর্তী সরকারকে? এ বিষয়ে শিল্পোদ্যোক্তারাই বা কী বলছেন?