২৪ ঘণ্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে ধর্ষকদের বিচারের ব্যবস্থা নিশ্চিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ করেন। পরে অবস্থান নেয় রাজু ভাস্কর্যের পাদদেশে। ঘোষণা করা হয় ধর্ষণবিরোধী মঞ্চ। আজ সন্ধ্যায় মশাল মিছিলের ঘোষণাও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।