নারী ফুটবলারদের সাথে হেড কোচের দ্বন্দ্ব নিরসন নিয়ে দুই কর্তার ভিন্নমত। বাফুফে সদস্য টিপু সুলতান বলছেন, এখনও সংকট কাটেনি। তবে নারী উইংয়ের চেয়ারম্যান কিরণের দাবি, তিনদিন আগে সমাধান হয়ে গেছে। দুই কর্তার এমন ভিন্নধর্মী বক্তব্যে ফেডারেশনে সমন্বয়ের অভাব স্পষ্ট।