দেশে খাস জমি রয়েছে ৫০ লাখ একরের বেশি
দেশে মোট আয়তন কত সেটি হয়তো সবাই বলে দিতে পারবে কিন্তু এর মধ্যে কত বেদখল আছে সেটি জানে না কেউ। ভূমি বিশেষজ্ঞরা বলছেন, দেশে খাস জমি রয়েছে ৫০ লাখ একরের বেশি। যার বেশিরভাগই নেই সরকারের দখলে। অথচ সরকারের কোন দপ্তরই একসাথে নেই খাস জমির হিসাব। তাতে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে তেমনি নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ভূমিহীন মানুষ। জমি বন্দোবস্ত নীতিমালা সংশোধনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা।