আজ থেকে ইউক্রেন হয়ে ইউরোপে বন্ধ হলো রাশিয়ার গ্যাস সরবরাহ
নতুন বছরের প্রথম দিন থেকেই ইউক্রেন হয়ে ইউরোপে বন্ধ হয়েছে রাশিয়ার গ্যাস সরবরাহ। শেষ হচ্ছে নাফটোগ্যাজ আর গ্যাজপ্রমের ৫ বছরের চুক্তি। এরমধ্যে দিয়ে ইউরোপের হাতছাড়া হচ্ছে সস্তা গ্যাসের বাজার। চলতি শীতে ইউরোপজুড়ে চড়া প্রাকৃতিক গ্যাসের চাহিদা। আর তাই, কিয়েভের এমন সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে ভূ-রাজনীতিতে, এমনটাই মত বিশ্লেষকদের।