কেন্দ্রীয়করণ নীতির খেসারত; ভবিষ্যৎ কী ঢাকার
দিন দিন রাজধানী ঢাকার চাহিদা বেড়েই চলেছে। চাকরিজীবী, সেবাগ্রহীতা কিংবা রোগী দেশের সকল নাগরিকের ভরসার শেষ জায়গা যেন রাজধানী ঢাকা। নানা কারণে, প্রয়োজনে, নানা স্বার্থে ঢাকা যেন হয়ে উঠছে রোজগারের নগরী হিসেবে। বিশ্লেষকরা বলছেন, এর জন্য দায়ী ঢাকাকে কেন্দ্রীয়করণ করার নীতি। বারবার বলা হলেও কিংবা পরিকল্পনা নেয়া হলেও ঢাকাকে এখনও বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নেয়নি সরকার। যদিও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলছেন, ঢাকামুখীতা নিরুৎসাহিত করতে শহরের নাগরিক ট্যাক্স কয়েকগুন বাড়িয়ে দিতে হবে।